আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক প্রক্টর বরখাস্ত

New-Project-34.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি একই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। এই মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামকেও আসামি করা হয়। মামলা থাকায় গত ১৮ নভেম্বর দিবাগত রাতে শরিফুল ইসলামকে রংপুরের আলমনগরের বাসা থেকে আটক করে পিবিআই রংপুর কার্যালয়ের একটি দল। পরদিন বিকেলে তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২১ নভেম্বর রাতে বিচারক দেবী রানী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

scroll to top