ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

New-Project-25.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইনজুরির কারণে দলে নাই নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলে নেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েছিলেন শান্ত। এ কারণে ক্যারিবীয়দের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও দলে নেই তিনি। শান্ত না থাকায় টেস্টে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এবার রঙিন পোশাকের দলকেও মিরাজই নেতৃত্ব দিবেন। ইনজুরির কারণেই দলে নেই উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ও। মুস্তাফিজের দলে না থাকা পারিবারিক কারণে। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাঁহাতি এ ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সবগুলো ম্যাচ সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম , তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

Leave a Reply

scroll to top