সবশেষ আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে কারণে শেষ ম্যাচেও খেলা হয়নি তার। সেই চোটের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই শান্ত। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে ফিরবেন শান্ত। এবার হচ্ছে না সেটিও।
চোট পুরোপুরি সেরে না উঠায় চ্যাম্পিয়নস ট্রফির আগে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি। যে কারণে টেস্টের পর এবার ওয়ানডে স্কোয়াড থেকেও ছিটকে যেতে হয়েছে শান্তকে।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই চোট এখনও ভোগাচ্ছে শান্তকে।
এদিকে দলে চোট সমস্যা আছে আরও। উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারও না থাকার সম্ভাবনা রয়েছে। শঙ্কা আছে তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহকে নিয়েও। আফগানিস্তান সিরিজে চোট পেয়েছেন তারাও। তবে তাদের চোট সেই অর্থে ততোটা গুরুতর নয়।