শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

New-Project-19-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঠাসা শিডিউলের কারণে ছাড়পত্র পাওয়ার পরও বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা অবশেষে সেই শঙ্কাই সত্যি হল। শেষ পর্যন্ত বিপিএলের কারণে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলা হচ্ছে না রিশাদের। রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে যুক্ত করেছে হোবার্ট।

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের কারণে রিশাদ হোসেন বিবিএলের ১৪তম আসরে খেলতে পারছেন না। রিশাদের বদলে আফগান তারকা ওয়াকার সালামখাইল পার্পল আর্মিতে যোগ দেবেন।

আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে বিগ ব্যাশের এবারের আসর। ফাইনাল হবে পরের বছরের ২৭ জানুয়ারি। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট শুরুর আগে সেপ্টেম্বরের প্রথম দিন বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সিডনিতে। ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ তৈরি হয় তরুণ এই লেগ স্পিনার।

সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের বেগুনি শিবির হোবার্ট হ্যারিকেন্সে ডাক পান এই বাংলাদেশি।

তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং আসন্ন বিপিএল আসর। সবমিলিয়ে রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

বিপিএলের এবারের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। ৬০ লাখ টাকায় তরুণ এই লেগ স্পিনারকে ড্রাফট থেকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে মাত্র এক সপ্তাহের জন্য গেলে এক কিংবা দুটি ম্যাচের বেশি খেলতে পারতেন না রিশাদ। এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের সম্মতিতে চুক্তি বাতিল করেছে হোবার্ট।

Leave a Reply

scroll to top