বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিদেশি শক্তির মাধ্যমে ২১ আগষ্ট হামলা চালানো হয়েছিল। এর সঙ্গে বিএনপি জড়িত ছিল না। এছাড়া এ ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রেস
২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ২১ আগস্টের হামলা ছিল কোনো বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত হামলা। সেই হামলায় কখনও বিএনপি জড়িত ছিলো না। একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফাাঁসাতে চেয়েছিল। এমনকি একটি ভুল, মিথ্যা, সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজা দিয়েছিল।
মির্জা অব্বাস বলেন, সব কিছু যদি ঠিক থাকে তবে, তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। এই নিয়ে আমাদের দরের পক্ষ থেকে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা যায়। আর কোনো বিষয় নিয়ে তাদের সাথে কোনো বিষয় নিয়ে তাদের সাতে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হবে
তিনি বলেন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে দেশের অবস্থা আজ এমন হতো না। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।