জমকালো আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

New-Project-9.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

জমকালো আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত হয়েছে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকাট ও থিম সং। জুলাই বিপ্লবের ত্যাগিদের উৎসর্গ করে ডিজাইন করা হয়েছে এবারের মাসকট।

রোববার (১ ডিসেম্বর) বিশেষ এক আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেটারসহ অনেকে।

ক্রিকেটারদের মধ্যে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, জাহানারা আলমসহ আরও অনেকে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরাও এতে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে নারী জাতীয় দলের ক্রিকেটারসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

Leave a Reply

scroll to top