পাকিস্তানে শিয়া-সুন্নী সহিংসতায় দশ দিনে নিহত ১২৪

New-Project-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় শিয়া ও সুন্নি গোত্রের মধ্যে সহিংসতায় গত ১০ দিনে নিহত হয়েছেন অন্তত ১২৪ জন। এই সহিংসতায় আরও ১৭৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কুররম জেলা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) জিও নিউজ জানায়, দুপক্ষ সম্প্রতি সংঘর্ষ-বিরতির ঘোষণা দিলেও তাতে তেমন কোনো অগ্রগতি হয়নি। সংঘর্ষ-বিরতির পরও সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

জিও নিউজ বলছে, চলমান সহিংসতায় কুররম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পেশোয়ার-পরাচিনার মহাসড়ক অবরুদ্ধ থাকায় মানুষের দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় প্রশাসন উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুররমের ডেপুটি কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানান, আমরা সহিংসতা বন্ধ এবং পরিবহন যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি আশা করছি। এদিকে সহিংসতার কারণে পরাচিনারে আটকা পড়েছেন দুজন বিচারক এবং ২৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা।

Leave a Reply

scroll to top