এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

New-Project-2-13.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার (৩০ জুলাই) মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।১৯৪ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ওভারে দলের ১৫ রানে ফিরেন মুরশিদা খাতুন। ওরলা প্রেডেরগেস্টের বলে গালিতে গ্যাবি লুইসের দারুণ ক্যাচে আউট হন তিনি।

এরপর শারমিন সুপ্তা-ফারজানা পিঙ্কি মিলে গড়েন ৮৫ রানের জুটি। শুরুতে থিতু হতে সময় নেন তারা। এরপর সাবলীলভাবেই খেলছিলেন। পিঙ্কি তার চিরায়ত ধীরলয়ে ফিফটি তুলেন ৮৮ বলে। এরপরই আউট হয়ে যান তিনি। লাউরা ডেলানির বলে শর্ট মিড অনে তার ক্যাচটাও দারুণভাবে হাতে জমান আইরিশ অধিনায়ক লুইস। খানিক পর আরেক থিতু থাকা ব্যাটার সুপ্তাও বিদায় নিলে হোঁচট খায় বাংলাদেশ।

তবে অধিনায়ক জ্যোতি এসেই বদলে দেন পরিস্থিতি। প্রথমে সোবহানা মুশতারিকে নিয়ে যোগ করেন ২২ রান। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে দ্রুত লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছিলেন তিনি। ৪০ রানে জ্যোতি যখন বোল্ড হন তখন বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত। বাকি আনুষ্ঠানিকতা সারেন স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন। দুজনে যথাক্রমে ২৯ ও ৪ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

scroll to top