পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ২৯ বস্তা টাকা

New-Project-85.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদেরর দানবাক্সে এবার মিলেছে রেকর্ড ২৯ বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালঙ্কারসহ বিদেশি মুদ্রাও।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিন্দুক খুলে টাকাগুলো বস্তায় ভরা হয়। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সিন্দুকগুলো খোলা হয়েছে। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি দল।

এর আগে গত ১৭ আগস্ট আরেকবার খোলা হয়েছিল সিন্দুকগুলো। সে হিসাবে এবার তিন মাস ১৪ দিন পর খোলা হলো মসজিদের সিন্দুক। তখন সেগুলোতে সাত কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এর আগে গত ২০ এপ্রিল সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল সাত কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। তারও আগে গত বছরের ৯ ডিসেম্বর পাওয়া যায় ছয় কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা।

 

Leave a Reply

scroll to top