ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

New-Project-6-8.jpg
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।

বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে হবে, সংস্কার গুরুত্বপূর্ণ তবে এর জন্য সময় দিতে হবে। আমরা যে প্রস্তাব করবো, সরকার সেগুলো বিবেচনায় নেবে। এরপর দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে। এটাই যৌক্তিক।

নির্বাচন সংস্কার বিষয়ে কমিশনের প্রতিবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, কমিশনের সুপারিশের আগেই কেন ইসি গঠন হলো সেই জবাব সরকারই দিতে পারবে। সঠিক ব্যক্তিদের নিয়ে ইসি গঠিত হয়েছে, আশা করি তারা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। এই ইসির বড় কোনো চ্যালেঞ্জ নেই, যেটা অতীতে ছিল রাজনৈতিক দলের কাছ থেকে। ভোটার তালিকায় অসঙ্গতি আছে, এগুলো ঠিক করতে হবে।

বদিউল আলম মজুমদার বলেন, অতীতের মতো বর্তমানে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে ভোটার তালিকা তৈরি-হালনাগাদ ও প্রবাসীদের ভোটার তালিকা করাই এবারের চ্যালেঞ্জ। নির্বাচন প্রক্রিয়া সঠিক রেখে সুষ্ঠু নির্বাচন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

scroll to top