বিসিক শিল্প নগরীতে লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

New-Project-1-10.jpg
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুন লাগে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মাসকান্দা এলাকায় শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ লিমিটেড নামের একটি কীটনাশকের গুদাম থেকেই আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ছুটির দিনে শিল্পনগরী বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

scroll to top