চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পরার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও দুর্ঘটনার কবলে হাসনাত আব্দুল্লাহর গাড়ি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর প্রাইভেট কারের পেছনে ধাক্কা দিয়েছে একটি পিকআপ। প্রাইভেট কারে হাসনাত আব্দুল্লাহ ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন জানান, চট্টগ্রাম থেকে ফেরার পথে আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে আরমান তাঁর ফেসবুকে লেখেন, ‘Hasnat Abdullah ভাইয়ের গাড়ির উপর আজ আবারো আক্রমণ। গণঅভ্যুত্থানের শক্তির নেতৃত্বকে শেষ করার জন্য ফ্যাসিবাদী প্রেতাত্মারা জানপ্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এই ঘটনায় প্রকাশিত ছবিটিতে দেখা যায়, প্রাইভেট কারটির পেছনে আঘাত করেছে পিকআপ। এতে প্রাইভেট কারের পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।