কয়জন হাসনাত মারবেন?

New-Project-76-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের প্রাইভেটকারকে ট্রাকচাপা দেয়ার ঘটনা এখন দেশের আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি। এরই মধ্যে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সারজিস।

বৃহস্পতিবা (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছেন, ‘কয়জন হাসনাত মারবেন? আমরা মরতে শিখে গিয়েছি ৷’

বুধবার রাতের ঘটনা বর্ণনা করে সারজিস লিখেন, ‘চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম ৷ এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে ! এসব ষড়যন্ত্র করে আর কত ? কয়জন হাসনাত মারবেন?’

জুলাই গণঅভ্যুত্থানের কথা মনে কিরয়ে দিয়ে তিনি বলেন, ‘মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা ? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে ! কিন্তু পিছু হটে নি ৷’

ভবিষ্যতেও এই ধরণের ঘটনার জন্য প্রস্তুত থাকবেন উল্লেখ করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস বলেন, ‘ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত ৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না ৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি ৷ We are open to be killed’

Leave a Reply

scroll to top