আনুষ্ঠানিকভাবে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ধানুশ-ঐশ্বরিয়া

New-Project-75-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অবশেষে আনুষ্ঠানিকভাবেই দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও কিংবদন্তি তারকা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া। যদিও বছর দুয়েক আগেই বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছিলেন দুই তারকা। তবে বুধবার (২৭ নভেম্বর) এই দম্পতি বিচ্ছেদের সনদ হাতে পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছিলেন ঐশ্বর্য রজনীকান্ত ও ধনুশ। আলাদা থাকলেও সেই সময় আইনি পথে হাঁটেননি দুজন। তবে চলতি বছরের এপ্রিল মাসে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান তারা। সেই প্রক্রিয়ায় গত সপ্তাহে চেন্নাইয়ের পারাপারিক আদালতে হাজিরাও দেন দুজনে। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করার পরেও শোনা গিয়েছিল, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন ধনুশ-ঐশ্বর্য। কারণ এই বিচ্ছেদ নিয়ে এক্কেবারেই খুশি নন অভিনেতা রজনীকান্ত। মেয়ে ও মেয়ে-জামাইকে মুখোমুখি বসিয়ে বোঝানোর চেষ্টাও করেছেন তিনি, এমনটাই শোনা গিয়েছিল। তবে সব প্রয়াসই বৃথা।

তিনবার ডিভোর্স মামলার শুনানি এড়িয়েছিলেন ধনুশ এবং ঐশ্বর্য, তার জেরেই সম্ভাবনা তৈরি হয়েছিল হয়ত শেষপর্যন্ত বিয়েটা টিকে যাবে। কিন্ত গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তারা। সেই মতোই আজ ডিভোর্স ডিক্রি হাতে পেলেন দুজন।

Leave a Reply

scroll to top