সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে তাদের গাড়ি।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ। তিনি বলেন, আমরা এঘটনায় ওই ট্রাকটিসহ চালকে আটক করে থানায় নিয়ে এসেছি। হত্যাচেষ্টার যে অভিযোগ যেসসব বিষয়ে আমরা তাকে জিজ্ঞেসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।