বাজারে স্বস্তি ফিরছে : অর্থ উপদেষ্টা

New-Project-4-11.jpg
নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগের তুলনায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। ধীরে ধীরে জিনিসপত্রের দাম আরও কমবে।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান উপদেষ্টা।অর্থ উপদেষ্টা বলেন, পণ্যের আমদানির দাম ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। এটা বাজারের জন্য ইতিবাচক। তেল, চিনি, সারসহ অতি প্রয়োজনীয় পণ্যের আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে পণ্যের দামে প্রভাব পড়ছে।

ডক্টর সালেহ উদ্দিন জানান, ১০ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে। গাজীপুর, সাভারসহ পোশাক রপ্তানিকারক এলাকায় এই কার্যক্রম শুরু হবে। বাজারে এর প্রভাবও পড়বে।

Leave a Reply

scroll to top