এমন বাংলাদেশ চাই না: ফখরুল

New-Project-2-10.jpg
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজের ঘরেই যদি বিভাজন থেকে যায় তাহলে কোনো কিছুই সম্ভব নয়। তিনি বলেন, তিন মাসেই আমাদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। ব্যক্তিগতভাবেও এমন বাংলাদেশ চাই না।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে আমরা খুব চিন্তিত, ভয়াবহভাবে উদ্বিগ্ন, চিন্তা করতে পারেন ধর্মকে ব্যবহার করে কি উম্মাদনা শুরু হয়েছে? চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য এতদিন ধরে লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে? এই বাংলাদেশ তো আমি অন্তত দেখতে চাই না।

মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক মানুষ আছেন সোশ্যাল মিডিয়ায় পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও এসব কথাবার্তা লিখছেন। খেয়াল করছেন এরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে?

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উদ্দেশে তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, কিছু সংখ্যক মানুষ নিজেদের খুব জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন। গোটা জাতিকে তারা বিভাজন করে, একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা আজকে চিন্তা করবেন, যারা বিভাজনের দিকে ঠেলছে তারা আসলে আমাদের শত্রু না মিত্র?

তিনি আরও বলেন, যতই আমরা বড় বড় কথা বলি, বিশ্বকে এক করার চেষ্টা করি না কেন যদি আমার নিজের ঘরেই বিভেদ থেকে যায়। আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না।

Leave a Reply

scroll to top