চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথম জানাজা শেষেনগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
এর আগে বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিতে চট্টগ্রাম যাওয়ার কথা জানিয়েছিলেন সারজিস।
সারজিস তার ফেসবুক স্টেটাসে লিখেছেন, ‘ইসকনের উগ্রবাদীদের হাতে শহীদ হওয়া আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১১ টায়। স্থান: জামিয়াতুল ফালাহ জামে মসজিদ, চট্টগ্রাম। দেখা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব, জিন্দাবাদ।’