কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৭

New-Project-54-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কার ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাকশিমুল উত্তর পূর্বপাড়ার মৃত মনসুর আলীর ছেলে আলী আহমেদ(৭৭), বাকশিমুল পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহিনূর আক্তার (৩৩), বাকশিমুল ইউনিয়ন খোদায়ধুলি গ্রামের মৃত আছমত আলীর ছেলে রফিজ আলী (৬৫), বাকশিমুল মির্জাপুকুরপাড় এলাকার মো. আলী আশরাফ খানের স্ত্রী সফরজান বেগম(৬৫), বাকশিমুল উত্তর পাড়ার মৃত আব্দুল মালেকেত স্ত্রী লুৎফা বেগম (৬০), বাকশিমুল খোদায়ধুলী মৃত ফজলু মিয়ার স্ত্রী হোসনেয়ারা (৬০) এবং বাকশিমুল উত্তর পাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে অটোরিকশা চালক শাহজাহান (৪০)।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজন মারা যান।

Leave a Reply

scroll to top