ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার (২৪ নভেম্বর) এই আবেদন করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ঢাকা মহানগর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এরপর থেকেই আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার সঙ্গে জড়িতরা।