বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে ।
রোববার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় নির্বাচন কমিশন গঠন করায় সরকারের ধন্যবাদ জানান মঈন খান।
তিনি বলেন, সংস্কার চলমান একটি পদ্ধতি। আওয়ামী লীগ সরকারের অবিচারের প্রতিবাদে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছেন। তারা রেমিট্যান্স শাটডাউনের মাধ্যমে অর্থনৈতিকভাবে চাপে ফেলেছিল হাসিনা সরকারকে।
বিগত ১৬ বছর অনেকেই বাধ্য হয়ে প্রবাসে গিয়ে দেশে ফিরতেও পারেননি। প্রবাসীদের ত্যাগ ও দেশের জন্য অবদান স্মরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।