জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান ছেড়ে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এরপর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।
রোববার দুপুর দেড়টার দিকে তারা জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান।
এদিকে প্রেস ক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছেন ব্যাটারিচালিতরিকশাচালক মালিক সমিতি। সেখানে থেকে দাবি আদায়ে চলে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।
আন্দোলনকারীদের দাবি, দ্রুত ব্যাটারিচালিতঅটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একসাথে রুট পারমিট দিতে হবে।