১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার

New-Project-23-4.jpg
নিজস্ব প্রতিবেদক

সরকার ৪৩ থেকে ৪৭তম বিসিএসে মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী নিয়োগ দেবে। রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে।

ড. মো. মোখলেস উর রহমান বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০, ৪৫তম বিসিএসে ২৩০৯, ৪৬তম বিসিএসে ৩১৪০ এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে। তাদের আগামী দুই বছরের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করতে বলা হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব।

Leave a Reply

scroll to top