দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন সাবেক ভারতীয় অভিনেত্রী সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তরদের খবরটি জানিয়েছেন সানা নিজেই।
ইনস্টাগ্রামে একটি ভিডিও কার্ডের মাধ্যমে ৩ থেকে ৪ হতে চলার সুখবর দিলেন সানা খান ও আনাস সৈয়দ। সঙ্গে লিখেছেন, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লারই আছে। এমন দোয়া করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের করুণা করুন ও চলার পথ মসৃণ করুন।’
এমনিতেই টিভি ও সিনেমায় একসময় ছোট পোশাক পরে ঝড় তুললেও, বর্তমানে নিজেকে বোরখাতে রাখতেই পছন্দ করেন সানা। বিনোদন দুনিয়া থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। ২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সৈয়দ একটি পুত্র সন্তানের জন্ম দেন। আর ছেলের বয়স দেড় হওয়ার আগেই নতুন সদস্য আসার ঘোষণা করে ফেললেন তারা।