রাজধানীর জুরাইনে রেলপথ অবরোধ তুলে নেয়ায় প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলস্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন জানান, বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন ছেড়ে চলে গেছে। এ ছাড়া খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ১১টা ২০ মিনিট থেকে এখনও আটকে আছে। লাইন খালি হলেই চালু হবে।
তিনি আরও জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস পথে আছে, সেটা ফিরলেই ছাড়া যাবে নকশিকাঁথা।
এর আগে সকাল থেকে ১১টা থেকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।