‘৩১ ডিসেম্বরের মধ্যে আন্দোলনে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’

New-Project-1-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত। শহীদ পরিবার যারা রয়েছে, তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।

Leave a Reply

scroll to top