সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি সার্চ কমিটি

New-Project-54-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং পাঁচ নির্বাচন কমিশনার পদে প্রার্থীদের সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির সদস্যরা।

আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান,

অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

Leave a Reply

scroll to top