সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করে ক্যাম্পাসের ভেতরেই অবস্থান নিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। একইসঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মহাখালী রেলগেট, আমতলীসহ আশপাশের বিভিন্ন জায়গায় এমন চিত্র চোখে পড়েছে।
এদিকে কলেজে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা, “আমাদের ক্যাম্পাসে আমরাই থাকব”, “ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই”, “ক্লোজডাউন ক্লোজডাউন, তিতুমীর ক্লোজডাউন”, “আমাদের কর্মসূচি চলছে চলবেই” স্লোগান দিতে থাকেন।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। তাছাড়া শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট পাথর নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।