ব্রাহ্মণবাড়িয়ায় সম্মেলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

New-Project-31-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলার বাঞ্ছারামপুরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের পল্লি বিদ্যুতের মোড় থেকে আব্দুল খালেকের সমর্থকরা সম্মেলনবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছালে, মেহেদী হাসান পলাশের সমর্থকরা মিছিলটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৩০ জন আহত হন এবং অন্তত ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

Leave a Reply

scroll to top