টেকনাফের শাহপরীর দ্বীপে ২,১০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে কো্স্ট গার্ড

New-Project-45-2.jpg
নিজস্ব প্রতিবেদক

টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২,১০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে কো্স্ট গার্ড

সোমবার (১৮ নভেম্বর) তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকা দিয়ে মাদক পাঁচার হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৮ নভেম্বর ২০২৪ সোমবার সকাল ০৯৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোট থাকা ০২ জন মাদক কারবারি সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বোটটিতে তল্লাশী চালিয়ে ০২ টি বস্তার ভিতরে মোড়ানো অবস্থায় ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

scroll to top