মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু

New-Project-22-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে এগারোটার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলের স্ত্রী ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা।

পিন্টুর পরিবার জানান, শরীরটা এমনিতে ভালো যাচ্ছিল না তার। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাননি। ৮১ বছর বয়স্ক জাকারিয়া পিন্টু বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন। রবিবার অসুস্থতা আরও বেড়ে গেলে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক।

 

Leave a Reply

scroll to top