আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে প্রায় দুই ঘন্টা পর সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা জানান, স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে।
এর আগে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে আজ সকাল ১০টার পর কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।