জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা

New-Project-8-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানউল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক সমাবেশে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সব সদস্যকে সঙ্গে নিয়ে আমরা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের চেষ্টা করছি। ২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাবর্ষ ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্ বলেন, “এবার যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তাদেরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।’

Leave a Reply

scroll to top