নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

eleticity-nepal-daily-bangladesh-1731675801.jpg
নিজস্ব প্রতিবেদক

ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার নেপাল থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ বিদ্যুৎ রফতানি শুরু হয়।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এটি উদ্বোধন করে নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাদকা, ভারতের গৃহায়ণ ও নগরায়ণমন্ত্রী মনোহর লাল এবং বাংলাদেশের বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ উপদেগষ্টা ফাওজুল কবির খান।

নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাদকা এ বিদ্যুৎ রপ্তানিকে মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই মাইলফলক দক্ষিণ এশিয়ায় টেসকই ও আন্তঃযোগাযোগীয় জ্বালানি বিনিময়ের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

২০২৩ সালের মাঝামাঝিতে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের (প্রচণ্ড) ভারত সফরে এই বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত হয়। সেসময় দুই দেশ আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংযোগ জোরদার করার প্রতিশ্রুতি দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে সরবরাহ করার পরিকল্পনা করা হয়।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩ অক্টোবর নেপালে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো-নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি (এনইএ), বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম (এনটিপিসি)। এই চুক্তি বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু করার পথ সুগম করে এবং উপ–আঞ্চলিক জ্বালানি সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করে।

Leave a Reply

scroll to top