জাতীয় পার্টির টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত

1731665497-581e2cd364f03fc9399e158eba1bc889.jpg
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন।

এর আগে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। হাতিরঝিল থানার সাব ইন্সপেক্টর ফোয়াদ আহমেদ আবেদন করেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠানো আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৫০ এর দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন বাবুল সরদার চাখারী।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীসহ এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১নং আসামি।

Leave a Reply

scroll to top