শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০ ব্যাগ বোমা-সদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এরইমধ্যে এসব বোমাসদৃশ বস্তু উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর বিশেষ টিম।
সোমবার (১১ নভেম্বর) সকালে ডামুড্যায় রাস্তার পাশে ব্যাগভার্তি এসব বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা-সদৃশ বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এ ব্যাপারে ডামুড্যা থানার উপ-পরিদর্শক ইয়ার হোসেন জানান, বোমা সনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সাভারের সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। এরইমধ্যে শরীয়তপুর শেখ রাসেল সেনানিবাস থেকে একদল সেনা সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন।