ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে এই ব্যাপারে দেশের গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সোচ্চার থাকতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশালের পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন আমাদের সম্মন্ধে অপপ্রচার করছে, এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যে রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি।
গণমাধ্যমকর্মীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মত কোন মিথ্যা রির্পোট দিবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্য এলাকার থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের বাহিনীগুলোকে আরও জনবান্ধব করতে হবে। জনবান্ধবের জন্য আমাদের কি কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, আগে পুলিশ বাদী হয়ে অনেক মামলা দিতো। এখন কিন্তু পুলিশ বাদী হয়ে কেস করে না। এখন বাদী হয়ে মামলাগুলো করছেন সাধারণ মানুষ।