সিলেটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মার্জিয়ার নানী কুতুবজান বিবি (৮১) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তিনি মারা যান।
সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তার জেরিনকে (৫) অপহরণের পর হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষক শামীমা বেগম মর্জিনার পরিকল্পনায় অপহরণের পর বস্তাচাপা দিয়ে শিশুটিকে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় সম্পৃক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মুনতাহার প্রতিবেশী কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীমা বেগম মর্জিনা, তার মা আলিফজান বেগম, প্রতিবেশী নাজমা বেগম ও ইসলাম উদ্দিন। মর্জিনার নানিসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
পরে তার বয়স বিবেচনায় কুতুবজান স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেওয়া হয়। জিম্মায় থাকা অবস্থায় আজ সকালে বৃহস্পতিবার মারা যান কুতুবজান।