অনলাইনে আয়কর পরিশোধে খরচ কমল

dfg-20241113184559.jpg
নিজস্ব প্রতিবেদক

অনলাইনে আয়কর পরিশোধের ক্ষেত্রে চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ই-রিটার্ন দিতে এখন করদাতারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ পরিশোধ করতে পারবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট বা পিএসডি থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

দেশের সব ব্যাংক, মোবাইলে সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (পিএসপি) উদ্দেশে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আয়কর পরিশোধ করলে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে লেনদেনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা আদায় করা যাবে। আর ২৫ হাজার টাকার বেশি হলে লেনদেনপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ১৮ অক্টোবরে প্রজ্ঞাপন ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর পরিশোধের মাশুল হার নিয়ে। পূর্বে প্রজ্ঞাপনে ১ দশমিক ৬ শতাংশ টাকা থাকার কারণে ইলেকট্রনিক পদ্ধতির রিটার্নে (ই-রিটার্ন) আয়কর পরিশোধ কার্যক্রম প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। অনলাইনে আয়কর পরিশোধের মাশুল হতে পারে সর্বোচ্চ ২০ টাকা।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সকল ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসগুলোতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সহায়তা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

scroll to top