সন্তান জন্মের আগের মুহূর্ত পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পাননি। সেই সময়ও চুটিয়ে কাজ করেছেন ভারতীয়-বাঙালী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কন্যা কৃশভি পৃথিবীতে আসার পরই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুখবর। এবার মাতৃত্বকালীন ফটোশুটের ছবি শেয়ার করেছেন শ্রীময়ী।
যদিও সবটাই গোপনে সেরেছিলেন। তবে তা প্রকাশ্যে আনেনি, সবই নিজেদের মধ্যে রাখা ছিল। পরিকল্পনা ছিল, সন্তান কোলে আসার পরেই প্রকাশ্যে আনবেন সেই সব অভিজ্ঞতা। পরনে সাদা ফিনফিনে স্যাটিন বস্ত্র। স্পষ্ট স্ফীতোদর। চুলগুলো দুই বেনী করা। মুখে হাসি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের বহু বিষয়ের জন্যই আমি গর্বিত। তবে মা হওয়ার মতো গর্বের বিষয় আর কিছু নেই।’