যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প।
রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাও আছে তার।