ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২১১

dengu-2-20241112204251.jpg
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ২৪ ঘণ্টায় আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। দিনদিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে।

গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে ৭০ জন মারা গেলেন।

গত একদিনে সারা দেশে ১৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৪৫৩ জন। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ৩৪৭ ডেঙ্গু রোগী।

Leave a Reply

scroll to top