সারাদেশে ২৪ ঘণ্টায় আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। দিনদিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে।
গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে ৭০ জন মারা গেলেন।
গত একদিনে সারা দেশে ১৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৪৫৩ জন। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ৩৪৭ ডেঙ্গু রোগী।