দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভুক্তভোগীরা ঢালাও মামলা দিচ্ছে মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতে সরকার বিব্রত হচ্ছে।
মঙ্গলবার বিকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন উপদেষ্টার সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবি মামলা দায়ের করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর।
এটি কীভাবে মোকাবিলা করা যায় তা বিচার বিভাগীয় কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান তিনি।