অবশেষে ৫৩ ঘণ্টা পর শ্রম সচিবের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন গাজীপুরের টিএনজেড কারখানায় কর্মরত শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা।
জানা গেছে, দুপুরে শ্রম মন্ত্রণালয়ের সচিব এস এম শফিকুজ্জামান মুঠোফোনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। শ্রমিকদের অভিযোগ শুনেন। যার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
এর আগে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হয়।