জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

New-Project-35-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ (সোমবার) আজারবাইজানের বাকু যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা।

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, ‘জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন।’

শফিকুল আলম জানান, রাষ্ট্রীয় এই সফরে সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন। সেই সঙ্গে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

Leave a Reply

scroll to top