তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতায় থেকে আজ বিকেলে শারজায় তৃতীয় ও সিরিজ–নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে দলের সাথে থাকছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শারজাহয় দ্বিতীয় ওয়ানডেতে শট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক। এরপর গতকাল রাতে এমআরআই করিয়েছেন, রিপোর্ট পাওয়া গেছে আজ সকালে। শান্তর পরিবর্তে দলে নেতৃত্ব থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ।