বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন টিএনজেড গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে ব্যস্ততম এ সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেক যাত্রী।