৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার

remittence-daily-bangladesh-1731240119.jpg
নিজস্ব প্রতিবেদক

২০২৪’র নভেম্বরের প্রথম নয় দিনে প্রবাসী আয় এলো ৬৫ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাত হাজার ৮৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

নভেম্বরের শুরুর নয় দিন প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৭৭৮ ডলার।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ৯ দিনে প্রতিদিন গড়ে ৭ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তবে অক্টোবর মাসের একই সময়ের তুলনায় এই প্রবাহ কিছুটা কমেছে, যেখানে প্রতিদিন গড়ে ৭৩ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স আসছিল।

Leave a Reply

scroll to top