নতুন পাঁচ উপদেষ্টার মধ্যে ৩ জন শপথ নেবেন আজ

New-Project-28-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন পাঁচ উপদেষ্টা হলেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান, শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে অসুস্থতার কারণে আজ শপথ নিতে পারবেন না সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী।

ইতোমধ্যেই নতুন উপদেষ্টাদের বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে নিয়ে আসতে সচিবালয় থেকে বের হয়েছে চারটি গাড়ি। গাড়ি প্রস্তুত রাখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সরকারি যানবাহন অধিদফতরের এক কর্মকর্তা।

Leave a Reply

scroll to top