মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

New-Project-5-5.jpg
নিজস্ব প্রতিবেদক

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টালে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

scroll to top